কবে আসবে? আগাম বুকিং করোনা ভ্যাক্সিনের
ইউরোপ জুড়ে নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন কোটির বেশি। নতুন করে লকডাউন জারি করেছে ইজরায়েল। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হু। উদ্বেগের মধ্যেই করোনা ভ্যাক্সিন নিয়ে আশার কথা শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অক্টোবরেই ভ্যাক্সিন বাজারে আসবে বলে আশ্বাস তাঁর। একইভাবে আশার কথা শুনিয়েছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও। তিনটি ভ্যাক্সিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরুর মুখে বলে জানিয়েছেন তিনি। জানুয়ারির গোড়ায় ভ্যাক্সিন মিলবে বলে সংসদে জানিয়েছেনও। ভ্যাক্সিন নিয়ে আশার কথা শোনা গেলেও আদতে কবে বাজারে মিলবে প্রোডাক্ট তা নিয়ে সুনির্দিষ্টভাবে কেউ-ই বলতে পারছেন না। তবে প্রোডাক্ট না আসার আগে বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। মোটা অর্থের বিনিময়ে ধনী দেশগুলি বুকিং করে ফেলেছে বলে খবর। অক্সফ্যান নামে একটি বেসরকারি সংস্থার সমীক্ষায় এ কথা জানানো হয়েছে। সমীক্ষা বলছে, এই মুহূর্তে সিনোভ্যাক-সহ পাঁচটি ভ্যাক্সিনের ট্রায়াল চূড়ান্ত পর্যায়ে। এখনও পর্যন্ত ৫৫০ কোটি ভ্যাক্সিনের সরবরাহ নিশ্চিত হয়েছে বলে খবর। এর মধ্যে অর্ধেক বেশি ভ্যাক্সিন কিনেছে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, হংকং, জাপান, ইজরায়েলের মতো দেশগুলি। তবে, ভ্যাক্সিন ক্রেতার তালিকায় রয়েছে ভারত ও চিনের নামও।